প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ৯:৫৯ পি.এম
সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন অব্যাহত রাখতে ধানের শীষের বিকল্প নেই: অমিত

যশোর অফিস
যশোর-৩ সদর আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর শহরের খালধার রোড এলাকায় মরহুম আলী আকবর স্মৃতি পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। স্মৃতি পরিষদের সভাপতি ও যশোর ইন্সটিটিউট নাট্যকলা সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান কিনার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।
বক্তারা বলেন, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে। তারা অনিন্দ্য ইসলাম অমিতকে একজন শিক্ষিত, জনদরদী ও উন্নয়নবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার নেতৃত্বে যশোরে উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা আরও সুদৃঢ় হবে। অমিতের ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ কয়েকশ’ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। শেষে মরহুম তরিকুল ইসলামসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho