প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৬, ১০:২৩ পি.এম
কেরানীগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩

দেলোয়ার হোসেন , ঢাকা ব্যুরো
আজ সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ডে গণসংযোগের সময় ঢাকা ৩ আসনের জামাতে ইসলামীর প্রার্থীর মিছিলে অতর্কিত হামলায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।। আহতদের মধ্যে একজনকে মিটফোর্ড স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনার সত্যতা জানিয়েছেন ঢাকা ৩ আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী জামাতের ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম।
অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, মাগরিবের নামাজের পরে আব্দুল্লাহপুরে গণসংযোগ করার সময় একদল বিএনপির নেতা কর্মী পেছন থেকে তাদের নেতা কর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় ১০ দলীয় জোটের শরির দল এনসিপির দক্ষিণ কেরানীগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক হৃদয় মারাত্মকভাবে আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে আরো দুইজন হামলার শিকার হয়। তাৎক্ষণিকভাবে জামাতের পক্ষ থেকে আব্দুল্লাহপুর করেরগাঁও জামাত নির্বাচনী ক্যাম্পে প্রতিবাদ সভার করা হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়নের জামাতের সভাপতি মোঃ হানিফ সহ স্থানীয় ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।

ঢাকা ৩ আসনের জামাতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি নেতা সামিউলের নেতৃত্বে তাদের গণসংযোগ করার সময় মিছিলে অতর্কিতভাবে হামলা চালায় । এবং মারধর করা হয়। এতে হৃদয় নামে একজন গুরুতর আহত সহ মোট তিনজন আহত হয়েছেন দুর্বৃত্তদের আঘাতে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর স্ট্যান্ডে জামাত ইসলামের প্রার্থীর মিছিলে পেছন থেকে হামলার ঘটনার খবর পেয়েছেন। খবর পাওয়ার সাথে সাথে থানা থেকে পুলিশ প্রেরণ করা হয়েছে । এই ঘটনায় তিনজন আহত যত হওয়ার খবর পেয়েছেন। থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে সন্ধ্যায় জামাতের মিছিলের অতর্কিত হামলার অভিযোগের প্রতিক্রিয়ায় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৩ আসনের বিএনপি প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এই প্রতিনিধিকে বলেন, বিএনপি হামলা সংঘাতে বিশ্বাসী নয়। আমরা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রচার প্রচারণা করছি। আব্দুল্লাহপুরে বিএনপি'র শান্তিপূর্ণ কর্মকাণ্ডে কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া বা নির্বাচন বানচালের চেষ্টা করে সেটা তাদের বিষয়। তিনি আরো বলেন, আব্দুল্লাহপুরের ঘটনার বিষয়ে তিনি খবর নিয়েছেন, সেখানে একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই গণসংযোগ চলছিল। কে বা কাহারা হামলা করেছে তা বিএনপির উপরে দায় দেওয়া উচিত হবে না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho