প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:১৮ পি.এম
কেরানীগঞ্জে কলাতিয়া বাজারে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, মোবাইল কোর্টের অভিযান

দেলোয়ার হোসেন, ঢাকা ব্যুরো
কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া বাজার এলাকায় অবৈধভাবে খোলা (লুজ) জ্বালানি তেল বিক্রয়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। গত ২৭ জানুয়ারি রাতে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া বাজার এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্প কর্তৃক নিয়মিত টহল চলাকালে অবৈধভাবে খোলা অকটেন মজুত ও বিক্রির কার্যক্রম শনাক্ত করা হয়।
পরে কেরানীগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালীন তিনটি পৃথক দোকান থেকে সর্বমোট ১২৬৩ লিটার খোলা অকটেন উদ্ধার করা হয়। অভিযানে অভিযুক্ত দোকান মালিকদের আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে উদ্ধারকৃত জ্বালানি তেল নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত চ্যানেলের মাধ্যমে বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়। আটককৃত ব্যক্তি হচ্ছেন রাকিব অটো, মালিক: কবির হোসেন । একসময় উদ্ধার করা হয় এক হাজার লিটার অকটেন । এবং ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় ।
এছাড়া হামিম স্টোর, মালিক হুমায়ুন কবির এর নিকট থেকে একশত তিন লিটার লিটার অকটেন উদ্ধার সহ দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় । জনস্বার্থে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যত কাহিনী ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho