প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৩:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:২১ পি.এম
সিরাজগঞ্জে অনিয়মের অভিযোগে ভদ্রঘাট ইউপি সচিব সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরনার্থী শিবির সংশ্লিষ্ট এক ব্যক্তিকে নাগরিক সনদ প্রদানের অভিযোগ তদন্তকালে অনিয়ম, জাল নথি প্রস্তুত এবং তদন্ত কার্যক্রম প্রভাবিত করার চেষ্টার প্রমাণ পাওয়া যায়। এসব বিষয়ে দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (২৮ জানুয়ারি) কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা দাপ্তরিক গোপনীয়তা লঙ্ঘন করে অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র অননুমোদিত স্থানে স্থানান্তরে সহযোগিতা করেন, যা প্রশাসনিক অসদাচরণ হিসেবে বিবেচিত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি), কামারখন্দ কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের আলোকে বিষয়টি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১-এর ৩৪(খ) ধারায় অসদাচরণ হিসেবে চিহ্নিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম একই বিধিমালার ৪০(১) ধারা অনুযায়ী মো. ওমর ফারুক তালুকদারকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।
এর আগে তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ৯ জুলাই প্রশাসনিক সিদ্ধান্তে বদলি হয়ে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে পদায়িত হন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho