
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
"সংবাদে সমৃদ্ধ, বিশ্বজুড়ে সোনালী স্বপ্ন" শ্লোগানকে সামনে রেখে এগিয়ে যাওয়া, সরকার নিবন্ধিত দেশের প্রথম সারির অনলাইন গণমাধ্যম "সোনালী নিউজ" এর দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়েছে ।
২৭ জানুয়ারী মঙ্গলবার সকাল ৯টা থেকে প্রতিষ্ঠানটির ঢাকার ধানমন্ডিস্থ নিজস্ব ভবন এর কার্যালয়ের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে গণমাধ্যমে কাজ করা একঝাঁক কলম সৈনিক এর উপস্থিতিতে
প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন পত্রিকাটির প্রকাশক ও ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ইউনুছ।
এসময়ে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সঠিক তথ্যের মাধ্যমে সমাজের অনিয়ম-অসংগতি, জনদুর্ভোগ, জনকল্যাণমূলক মানবিক সংবাদ,প্রতিভা অন্বেষণের জন্য কাজ করতে আহ্বান জানান প্রকাশক মোহাম্মাদ ইউনুছ।
সম্মেলনের প্রথম পর্বে সেরা রিপোর্টিংয়ের জন্য প্রতিনিধিদের পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সকল জেলা উপজেলা ও ব্যুরো প্রধানদের নতুন বছরের আইডি কার্ড সহ প্রয়োজনীয় সামগ্রী এবং র্টি-শাট,ডায়েরি, খাতা, কলম, ব্যাগ, কসমেটিক্স সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা সম্বলিত খাম উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনুছ গ্রুপের পরিচালক রাশেদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, ইউনুছ গ্রুপের নির্বাহী পরিচালক জাফর রাজা চৌধুরী, পরিচালক কামরুল ইসলাম।
এছাড়াও ডিজিটাল ইনচার্জ তরুণ বেশী,ভয়েস আর্টিস্ট দিলরুবা খান,আইটি কনসালটেন্ট মোঃ আঃ বাতেন,প্রেজেন্টার ও এডিটর আবিদ হাসান, আঃ হাকিম সহ অন্যান্য শুভানুধ্যায়ীরা।
সম্মেলনে প্রতিনিধিদের বিভিন্ন সমস্যা, চাওয়া-পাওয়া নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
এতে সারা দেশে থেকে আগত প্রতিনিধিরা তাদের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও কাজ করতে গিয়ে প্রতিনিধিরা যেসব সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেগুলোও তুলে ধরেন।
অনুষ্ঠানের ২য় পর্বে প্রতিনিধিদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে বেসিক জার্নালিজম, মফস্বল সাংবাদিকতা, নির্বাচন রিপোর্টিং, মাল্টিমিডিয়া জার্নালিজম ও অনলাইন জার্নালিজম এর উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোনালী নিউজের বার্তা সম্পাদক সাজ্জাদ হোসাইন এর পরিচালনায় সোনালী নিউজ এর সকল শুভানুধ্যায়ীদের নিয়ে দিনব্যাপী এই অনুষ্ঠান প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho