প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৯:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৮:৫৫ পি.এম
সিরাজগঞ্জ জেলা কারাগারে ১২ বন্দীর পোস্টাল ব্যালটে ভোটের আবেদন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা বন্দীদের মধ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দিতে ১২ জন আবেদন করেছেন। বর্তমানে কারাগারে মোট ১ হাজার ৪২ জন বন্দী রয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) জেলা কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এই ১২ জন বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন সম্পন্ন করেছেন। কারাগারে থাকা অনেক বন্দীর জামিন হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কারাবন্দীরা যে এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত, তাঁরা সেই এলাকার সংসদীয় প্রার্থীদের পক্ষে ভোট প্রদান করবেন। পোস্টাল ব্যালট জেলা কারাগারে পাঠানো হবে। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা ভোটার যাচাই শেষে ভোট গ্রহণ করবেন। ভোট গ্রহণ সম্পন্ন হলে ব্যালট সংশ্লিষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।
এদিকে ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত সিরাজগঞ্জ জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে ২১ হাজার ১৭৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho