প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১০:১৪ এ.এম
যশোরে নিউ ভৈরব ও বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান

যশোর অফিস
যশোর শহরের দড়াটানা ও শেখহাটি এলাকায় তিনটি খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বিশুদ্ধ খাদ্য আদালত।বুধবার বিকেলে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা যায়,অভিযানের শুরুতে আদালতের টিম দড়াটানার নিউ ভৈরব হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেলটির পরিবেশ অপরিচ্ছন্ন পাওয়া যায় এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে। ফ্রিজে পুরোনো তেঁতুল ও সস তৈরির সরঞ্জাম পাওয়া যায়। এছাড়া হোটেলটির লাইসেন্স নবায়ন না থাকায় নিউ ভৈরব হোটেলের মালিক বাবুর ছেলে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তাকে বৃহস্পতিবার স্বশরীরে বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এরপর আদালতের দল আদি ভৈরব হোটেলে অভিযান চালায়। সেখানে কিছু অনিয়ম পাওয়া গেলেও তা গুরুতর না হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক জনিকে সতর্ক করে দেন আদালত।
পরে শেখহাটি এলাকার বিসমিল্লাহ মধু ট্রেডিংয়ে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি মধুর সঙ্গে চিনি মেশানোর প্রমাণ পাওয়া যায়। এ সময় বিভিন্ন ধরনের ভেজাল খাদ্যপণ্য জব্দ করা হয়। এছাড়া অনুমোদনহীনভাবে ও ইচ্ছেমতো লেবেল ব্যবহার করে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাকে আগামী ১ ফেব্রুয়ারি বিশুদ্ধ খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাকিব আহমেদ ইমন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম, যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির বিপ্লব আহমেদ এবং বেঞ্চ সহকারী ফরহাদ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho