প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৫:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১০:২০ এ.এম
অমিতের পক্ষে প্রেসক্লাব যশোরের সভাপতি টুকুনের গণসংযোগ

যশোর অফিস
যশোর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে প্রচারণায় নেমেছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বুধবার দিনভর তিনি শহরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে প্রার্থীর ব্যক্তিগত ইমেজ ও যশোর উন্নয়নে প্রার্থীর ভাবনা ও সম্ভানার চিত্র তুলে ধরেন।
গতকাল সকাল ৮ টায় যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুর পাড় এলাকায় বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহিদ হাসান টুকুন। তিনি বিগত ৫ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে বলেন,“৫ই আগস্টের পর কঠিন সময়ে অনিন্দ্য ইসলাম অমিত যেভাবে আপনাদের অতন্দ্র প্রহরী হয়ে পাহারা দিয়েছেন, আগামীতেও তিনি আপনাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করবেন। ইনশাআল্লাহ, তিনি পাস করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা চাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”
তিনি অনিন্দ্য ইসলাম অমিতের উচ্চশিক্ষা ও মার্জিত নেতৃত্বের কথা তুলে ধরে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান। সভায় উপস্থিত ছিলেন মিলন কুমার নন্দী, অ্যাডভোকেট চিরন্তন মল্লিক, শম্ভু কুমার মজুমদার, নিখিল কুমার দে, পুনীল কুমার মন্ডল, মনিন্দ্র নাথ বসু, অপু বসু, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ এবং যশোর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন সেখ আপনসহ স্থানীয় সুধীজন।
অপরদিকে বিকেল ৪টায় মুন্সি মেহেরুল্লাহ সড়কের একটি অডিটোরিয়ামে শতাধিক নারী উদ্যোক্তাদের সাথেও মতবিনিময় সভা করেন জাহিদ হাসান টুকুন। সেখানে তিনি প্রার্থীর আধুনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, যশোরের নারী উদ্যোক্তাদের ভাগ্য উন্নয়নে অনিন্দ্য ইসলাম অমিতের বিকল্প নেই। তিনি শিক্ষিত ও তরুণ সমাজের প্রতিনিধি হিসেবে যশোরের উন্নয়নে নতুন প্রাণের সঞ্চার করবেন। তিনি বলেন, তার পিতা মরহুম তরিকুল ইসলাম যেমন যশোরের মাটি মানুষের সাথে মিশে ছিলেন সুযোগ েেপেল অমিতও তার পিতার পদাঙ্ক অনুসরন করে যশোরের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিবেন। তিনি যশোরে হারিয়ে যাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহবস্থানের রাজনীতি পুনুরুদ্ধারে বদ্ধ পরিকর। অমিত বিশ্বাস করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকবে কিন্তু তা যেন সামাজিক সম্পর্কের কোন অবনতি না ঘটায়। কারন যশোর ছিলো সামাজিক ও সাম্প্রাদায়িক সম্প্রীতির মিলনস্থল। ভবিষ্যতেও যেন এই ধারা অব্যাহত থাকে তার জন্যই আমরা অমিতের ধানের শীষের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরছি। পরে তিনি এলাকাবাসীর মাঝে ধানের শীষ প্রতিকের লিফলেট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho