প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২৬, ১০:২২ এ.এম
নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে যশোরে প্রথম স্থান অধিকারী ৪০ পুলিশ সদস্যকে পুরস্কৃত

শহিদ জয়, যশোর
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্সে প্রথম স্থান অধিকারী ৪০ জন পুলিশ সদস্যকে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়েছে।
গত বুধবার (২৮ জানুয়ারি২০২৬) যশোর জেলা পুলিশের আয়োজনে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। মোট ৪০টি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করেন পুলিশ সদস্যরা। প্রতিটি ব্যাচ থেকে একজন করে সর্বমোট ৪০ জন প্রথম স্থান অধিকারী হিসেবে নির্বাচিত হন।
প্রশিক্ষণ শেষে বুধবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারী পুলিশ সদস্যদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ,ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়েছে। যারা প্রশিক্ষণের বিষয়বস্তু দক্ষতার সঙ্গে রপ্ত করতে পেরেছে, তারাই প্রথম স্থান অর্জন করেছে। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) যশোর রুহুল আমিন,অতিরিক্ত পুলিশ সুপার "ক" সার্কেলের আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেলের রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেলের ইমদাদুল হক, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক বিভাগের ইনচার্জ, ডিএসবি পুলিশের ইনচার্জ এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho