প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩০, ২০২৬, ৯:৩৯ পি.এম

যশোর অফিস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের গণজোয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রাম-পাড়া মহল্লা সবখানেই ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা। আবাল-বৃদ্ধ-বণিতা নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই গণজোয়ারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। উচ্ছ্বসিত ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে শুক্রবার অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে গণসংযোগ করেন। সকাল ৯টায় শেখহাটি জামরুলতলা মোড় থেকে শুরু হওয়া এ গণসংযোগ অল্প সময়ের মধ্যেই বিশাল গণমিছিলে রূপ নেয়। উপশহর ইউনিয়নের বিভিন্ন সেক্টর ও ব্লকের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন।
তার আগমনের সংবাদ পেয়ে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন এবং ফুল ছিটিয়ে ভালোবাসায় সিক্ত করেন। সময়ের সঙ্গে সঙ্গে মিছিলে মানুষের ঢল নামে এবং এর পরিধি কয়েক গুণ বৃদ্ধি পায়। পুরো উপশহর ইউনিয়ন যেন ধানের শীষের মিছিলে পরিণত হয়। গণমিছিল চলাকালে অনিন্দ্য ইসলাম অমিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ পুরো সময় তার সঙ্গে পায়ে হেঁটে মিছিলে অংশ নেন।
সমগ্র উপশহর ইউনিয়ন পায়ে হেঁটে অতিক্রম করে বিরামপুর গাবতলায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি সকলকে সঙ্গে নিয়ে উপশহর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো। উপশহরের শান্তি ও সামাজিক নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করে, আমরা তাকে প্রতিহত করবো—সে আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা হলেও ছাড় দেওয়া হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন,সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নড়াইল-যশোরে বিজিবি মোতায়েন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল ও যশোর জেলায় সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বলে এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ৩টি জেলার ১৬টি উপজেলা এবং ১১টি সংসদীয় আসনে ৩০ দশমিক ৭ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে প্রথম ধাপে গত ২৯ জানুয়ারি গোপালগঞ্জ জেলার ৩টি আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনে ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।
এছাড়া দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার নড়াইল জেলার ২টি আসনে ৫ দশমিক ৫ প্লাটুন এবং যশোর জেলার আরও ২টি আসনে ২ দশমিক ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করতে যশোর ব্যাটালিয়নের অধীনে গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভোট কেন্দ্রগুলোতে নিয়মিত টহল ও রেকি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিজিবি সদস্যরা।
নির্বাচন চলাকালীন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)দৃঢ় আশাবাদ ব্যক্ত করে জানায়,সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
যশোরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
যশোরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে শহরতলীর সীতারামপুর গ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে সদর থানার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত গৃহবধূর নাম রেক্সোনা (২২)। তিনি একই এলাকার দ্বীন ইসলামের স্ত্রী এবং নজরুল ইসলামের কন্যা। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে পারিবারিক কলহের জেরে নিজ বসতবাড়ির শয়নকক্ষে আড়ার সঙ্গে শাড়ির কাপড়ের সাথে গলায় ফাঁস দেন রেক্সোনা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রেক্সোনাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।
যশোরে চালককে হত্যা করে মোটরভ্যান ছিনতাই
যশোরের ঝিকরগাছায় একটি কলাবাগান থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকা থেকে কীর্তিপুরের বাসিন্দা পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ হোসেন পেশায় ভাড়াচালিত মোটরভ্যান চালক ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাকে হত্যা করে তার মোটরভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন পারভেজ হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে শ্রীরামপুর আঙ্গারপাড়া মাঠের একটি কলাবাগানে ঘাস কাটতে যান স্থানীয় এক গৃহবধূ। এ সময় তিনি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে পারভেজ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যশোরে যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম
যশোরে পূর্ব শত্রুতার জেরে চাকু ও লাঠি দিয়ে হামলা চালিয়ে এক যুবককে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার সুতিঘাটা কামালপুর চৌধুরী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম বাদশা পাটোয়ারী (২৬)। তিনি সৈয়দ পাটোয়ারীর ছেলে এবং সুতিঘাটা কামালপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাদশা পাটোয়ারীকে একা পেয়ে একই এলাকার রাহুল (১৮), রিফাত (১৮), হৃদয় (২২), কামাল (৪৫) ও রনি (২৫) পূর্ব শত্রুতার জেরে তার ওপর হামলা চালায়। এ সময় চাকু দিয়ে আঘাত করে তার মাথায় রক্তাক্ত কাটা জখম করা হয় এবং লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করা হয়।
পরে স্বজনরা আহত অবস্থায় বাদশা পাটোয়ারীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
যশোর শার্শায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত
যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার খাজুরা এলাকায় আহতের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত বৃদ্ধের নাম জকিম উদ্দিন (৭০)। তিনি মৃত হাজের মোড়লের ছেলে এবং নাভারন খাজুরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সামনে ফাঁকা রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কুল চাষে তাক লাগালেন বাঘারপাড়ার মাজেদুল ইসলাম আপেল কুল ও বল সুন্দরী জাতের ফলনে এলাকায় চাঞ্চল্য
যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহামুদপুর গ্রামের কৃষক মাজেদুল ইসলাম কুল চাষে ব্যতিক্রমী সাফল্য দেখিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। চলতি মৌসুমে তার লাগানো উন্নত জাতের আপেল কুল ও বল সুন্দরী কুলের বাম্পার ফলনে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়,মাজেদুল ইসলাম দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। কুলের পাশাপাশি তিনি আম,কাঁঠাল,লিচুসহ বিভিন্ন মৌসুমী ফলের চাষ করে আসছেন। আধুনিক ও পরিকল্পিত ফল চাষের মাধ্যমে তিনি নিজেকে একজন সফল কৃষক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মাজেদুল ইসলাম সৈয়দ মাহামুদপুর গ্রামের আব্দুল জলিল বিশ্বাসের সন্তান। চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তিনি পঞ্চম। পারিবারিকভাবে কৃষিকাজে যুক্ত থাকলেও আধুনিক কৃষি পদ্ধতি প্রয়োগ করে তিনি আলাদা পরিচিতি অর্জন করেছেন।
এ বছর তিনি প্রায়১৩বিঘা জমিতে ২৬ শতাধিক কুল গাছ রোপণ করেছেন। গাছগুলোতে ইতোমধ্যে আশানুরূপ ও মানসম্মত ফলন দেখা গেছে। সঠিক সময়ে সার প্রয়োগ,উন্নত পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলে তার বাগানের কুল আকারে বড় এবং গুণগত মানে উন্নত হয়েছে।
কুল চাষের ফলে মাজেদুল ইসলামের বাগানে বর্তমানে প্রায় ২০ থেকে ২৫ জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে,যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখছে।
স্থানীয় কৃষকরা জানান,মাজেদুল ইসলামের সাফল্য দেখে তারা নতুন করে ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন। অনেকেই তার বাগান পরিদর্শন করে চাষাবাদের কৌশল সম্পর্কে ধারণা নিচ্ছেন।
মাজেদুল ইসলাম বলেন,পরিশ্রম ও সঠিক পরিকল্পনা থাকলে কৃষিকাজেও ভালো সফলতা অর্জন করা সম্ভব। ভবিষ্যতে আরও নতুন জাতের ফল চাষ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসীর প্রত্যাশা,মাজেদুল ইসলামের এই সাফল্য বাঘারপাড়ায় ফল চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং তরুণদের কৃষিমুখী হতে অনুপ্রাণিত করবে।
যশোর তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছে চাঁদা দাবির অভিযোগে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা
তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছে চাঁদা দাবি ও ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দায়ের করা আদালতের পিটিশন যশোর কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় দুই ভাইকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের ইধন মিয়ার ছেলে সুমন মিয়া (২৯) ও সাইফুল ইসলাম (২৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার মথুরাপুর গ্রামের এক নারী (২৮) অভিযোগ করেন, ২০২২ সালে তার সঙ্গে সুমন মিয়ার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর তিনি জানতে পারেন, সুমন মিয়া চাঁদাবাজ ও যৌতুকলোভী প্রকৃতির ব্যক্তি। তার অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করায় ২০২৫ সালের ১৯ মার্চ তিনি সুমন মিয়াকে তালাক দেন। এরপর থেকে তিনি পিতার বাড়িতে বসবাস করে আসছেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়,তালাকের পর থেকে সুমন মিয়া বিভিন্ন সময় ফোনে তাকে বিরক্ত করতেন। বাদীর মায়ের নামে থাকা একটি ফেসবুক আইডির পাসওয়ার্ড সুমন মিয়ার জানা ছিল। ওই আইডির প্রোফাইল ছবির জায়গায় বাদীর অন্তরঙ্গ মুহূর্তের ব্যক্তিগত ছবি আপলোড করা হয়, যা পরিবারের সদস্যদের নজরে আসে।
বিষয়টি জানতে পেরে বাদী লোক মারফত সুমন মিয়াকে ছবি ডিলিট করার অনুরোধ জানান। তবে অভিযোগ অনুযায়ী, সুমন মিয়া ছবি মুছে ফেলার বিনিময়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে আরও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
পরবর্তীতে নিরুপায় হয়ে গত ১০ জানুয়ারি বাদী সুমন মিয়ার বিকাশ অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পাঠান এবং ছবি অপসারণের অনুরোধ করেন। কিন্তু এরপরও সুমন মিয়া আরও এক লাখ টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
উপায়ান্তর না পেয়ে বাদী যশোর আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত পিটিশনটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দিলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী গত বৃহস্পতিবার রাতে মামলাটি থানায় রেকর্ড করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
যশোর আরবপুরে জাগপা প্রার্থী নিজামদ্দিন অমিতের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর–৩(সদর) আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মনোনীত চশমা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী নিজামদ্দিন অমিত গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বিভিন্ন মহল্লা ও বাজার এলাকায় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী লিফলেট বিতরণ করেন।
এ সময় জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু,জাগপা নেতা ইকবাল হোসেন,রেজোয়ান বাবু,শেখ রিফাত হোসেন, নাহিদ হাসান,সুশান্ত সরকার,জাহিদ হোসেন,সিরাজুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে প্রার্থী নিজামদ্দিন অমিত ভোটারদের উদ্দেশে বলেন,সৎ ও জনবান্ধব রাজনীতির মাধ্যমে যশোর–৩ আসনের উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য। তিনি চশমা প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
যশোরে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় থানায় মামলা
যশোর মনিরামপুর সড়কের সদর উপজেলা রামনগর ইউনিয়নের সতীঘাটা বেলতলা নামক স্থানে ট্রাকের ধাক্কায় পোল্ট্রি মুরগী ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে কোতোয়ালি থানায় মামলাটি করেন নিহত ব্যবসায়ীর স্ত্রী নাসিমা বেগম (৩২)।
মামলায় নিহতের স্ত্রী নাসিমা বেগম উল্লেখ করেছেন, যশোর শহরতলী ধর্মতলা বাজারে তার স্বামী তুষার হোসেনের (৩৭) একটি পোল্টি মুরগীর দোকান আছে। ২৯ নভেম্বর বিকেল তিনটার দিকে তিনি তার ব্যক্তিগত ভ্যান চালিয়ে সতীঘাটা বাজারের দিকে যান।সেখান থেকে ফেরার পথে বেলতলা নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক পোল্ট্রি মুরগী বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। সাথে সাথে তিনি ছিটকে পড়েন এবং ভ্যানটিও দুমড়ে মুচড়ে যায়। এবং ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। রাস্তার লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তিনি রাতে অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসাবে রেকর্ড করে।
নিহত ব্যবসায়ী তুষার শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আকবর আলী বিশ্বাসের ছেলে
ভোটার তথ্য সহজলভ্য করতে ওয়েবসাইট ও অ্যাপ চালু করছেন অনিন্দ্য ইসলাম অমিত
নির্বাচনের দিন ভোটারদের ভোগান্তি কমাতে ভোটার তথ্য সহজলভ্য করার উদ্যোগ নিয়েছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। এ লক্ষ্যে তিনি
www.vote4anindaislamamit.com নামে একটি ওয়েবসাইট এবং Smart Voter Info BD নামে একটি মোবাইল অ্যাপ চালু করছেন।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটাররা নিজেদের জন্ম তারিখ ও ইউনিয়ন অথবা পৌরসভার ওয়ার্ড নম্বর দিয়ে সার্চ করলে ভোটার তথ্যসহ ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন। ফলে ভোটকেন্দ্র খুঁজে পাওয়া ও ভোট প্রদানের প্রস্তুতি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে কার্যক্রমটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
এ বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল সাংবাদিকদের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বিষয়টি বহুল প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।