
রাষ্ট্রে শান্তি, ন্যায়বিচার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আল্লাহর বিধান গ্রহণের আহ্বান জানিয়ে কুষ্টিয়ায় বিশাল জনসভা করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। সংগঠনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) এই জনসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, “পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেয়া যে ব্যবস্থা দিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, আইন-আদালত পরিচালিত হচ্ছে, তা মানুষকে শান্তি ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। মানবরচিত এই ব্যবস্থা যতদিন চলবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না। নির্বাচনের মাধ্যমে কেবল ক্ষমতার পালাবদল ঘটবে, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে না।”
তিনি বলেন, “এই শোষণমূলক ব্যবস্থা ভাঙতে হলে আল্লাহর দেওয়া তওহীদভিত্তিক জীবনব্যবস্থা গ্রহণ করতে হবে। রাসুলুল্লাহ (স) ও তাঁর সাহাবীরা যে ব্যবস্থার মাধ্যমে একটি ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, শোষণহীন, বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ে তুলেছিলেন, সেই ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।” চলমান অন্যায়, অবিচার, অশান্তি থেকে মুক্তির একমাত্র পথ- ইসলাম, এমনটাই মন্তব্য করেন হেযবুত তওহীদের এই শীর্ষ নেতা।
তিনি আরো বলেন, “ইসলাম একটি সহজ-সরল, ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। একশ্রেণির ধর্মব্যবসায়ীর ফতোয়াবাজির মাধ্যমে ইসলামকে কঠিন বানিয়ে ফেলেছে। তারা ইসলামের নামে মব সন্ত্রাস, নারী বিদ্বেষ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে ইসলামে এসব অন্ধত্বের কোনো স্থান নেই। রাসুলুল্লাহ (স) যে ইসলাম কায়েম করেছিলেন, সেখানে নারী-পুরুষ, মুসলিম-অমুসলিম সকল মানুষের অধিকার সমানভাবে প্রতিষ্ঠিত ছিল। হেযবুত তওহীদ মানুষকে সেই প্রকৃত ইসলামের দিকেই আহ্বান করে যাচ্ছে।”
হেযবুত তওহীদের খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী, এসএম সামসুল হুদা, ডা. মাহবুব আলম মাহফুজ প্রমুখ।
এর আগে শীত উপেক্ষা করে সকাল থেকেই কুষ্টিয়া ও এর আশেপাশের কয়েকটি জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার কর্মী-সমর্থক সমাবেশে যোগ দেন। সকাল গড়াতেই জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho