
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ এনে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগরের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নোটিশ সূত্রে জানাযায়,আবুল কাশেম দলের প্রভাব খাটিয়ে দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী দল (বিএনপি) সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ সহ সাধারণ সদস্য পদ স্থগিতের আদেশ দিয়েছেন।
বকশীগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি 







































