
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
খুলনায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ছাত্রদল নেতা ছেলের মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা আ. হালিম শিকদার। গত সোমবার (১৬জুন) রাতে খুলনার একটি বাসায় অবস্থানকালে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হন শামীম শিকদার নামে ওই ছাত্রদল নেতা।
গ্রেপ্তার শামীম শিকদার বাগেরহাটের শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন।
বুধবার (১৮জুন) দুপুরে শরণখোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিম শিকদার বলেন, আমার ছেলেকে গত ১৬ জুন পারিারিক কাজে খুলনায় পাঠাই। কিন্তু ওইদিন কাজ সম্পন্ন করতে না পারায় এক আত্মীয়ের বাসায় রাত্রিযাপন করে। পরেরদিন সকালে জানতে পারি রাতে শামীমকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে।
বাবা হালিম শিকদার আরো বলেন, আমার ছেলে ৫-৬ বছর ধরে সুনামের সাথে শরণখোলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিক মিথ্যা মামলায় জেল খেটেছে। তার বিরুদ্ধে অনৈতিক কোনো কাজে সম্পৃক্ততার অভিযোগ নেই।
৫ আগস্টের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে দলের পক্ষে কাজ করেছে। এসব কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে দলীয় প্রতিপক্ষরা ষড়যন্ত্রমুলকভাবে আমার ছেলেকে গ্রেপ্তার করিয়েছে। এব্যাপারে সুষ্ঠু তদন্ত ও আমার ছেলের মুক্তির দাবি জানাই প্রশাসনের কাছে।
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 




































