
যশোর অফিস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের অভিযানে মনোহরপুর গ্রাম থেকে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফ গাজী (১৯)কে আটক করা হয়।
এ সময় তার পিতা বিল্লাল গাজী (৪১) পালিয়ে যান।
অধিদপ্তর জানায়, মনোহরপুর ইউনিয়নের ওই বসতঘরে মাদক রাখার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ইউসুফের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও দুই বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পলাতক বিল্লালের জাতীয় পরিচয়পত্র নম্বরও নিশ্চিত করেছে সংস্থা।
এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
যশোর অফিস 







































