
মেহেদী হাসান রাজু, রাজবাড়ী ।।
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের চড়পাড়া হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসার মক্তব পড়ুয়া ছাত্র মোঃ মেহরাব খাঁন(১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গলায় পাগড়ী পেঁচিয়ে আত্মহত্যার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে একই ইউপির বড় চৌবাড়ীয়া গ্রামের রব্বেল খানের ছেলে।
গত ১২ সেপ্টেম্বর মাগরিবের নামাজের সময় এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাদ্রাসার শিক্ষার্থীরা বলছেন মাগরিব নামাজের আগে মুফতি রিয়াজুল ইসলাম দুষ্টুমি করার কারণে মেহেরাবকে একটু রাগারাগি করেন সেই সূত্রে মেহরাব যেই কক্ষে পড়ে সেই কক্ষের বাসের আরা সাথে গলায় পাগড়ী পেঁচিয়ে আত্মহত্যা করেন। আমরা তখন সবাই মসজিদে নামাজ পড়ছিলাম।
মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম বলেন মেহরাব ও মাদ্রাসার কোন হুজুরের সাথে বাকবিতণ্ডা হয়নি। তবে মেহরাব কেন আত্মহত্যা করেছেন এটা আমরা সঠিক জানিনা।
এ বিষয়ে পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষের সঙ্গে কথা হলে তিনি জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে রিপোর্ট হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব সংবাদদাতা 







































