
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪ নং সাউথখালী ইউনিয়নে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি ও প্রতিবন্ধী ব্যাক্তিদের সংগঠন (স্ব-সহায়ক দলের) আয়োজনে।
(বৃহস্পতিবার ) সকাল ১০ টায় তাফালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একটি র্যালি বের করা হয়।তাফালবাড়ী বাজর প্রদক্ষিণ করে পূনরায় বিদ্যালয় এসে শেষ হয়। র্যালি শেষেআলোচনা সভা ও প্রতিবন্ধিতা অর্ন্তুভুক্তিমূলক দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক সচেতেনতামূলক একটি পট গান পরিবেশন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য এবং তাফালাবাড়ী স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোশাররেফ হোসেন। প্রধান অথিতী ছিলেন তাফালবাড়ী কলেজের অধ্যক্ষ মানিক চাদ রায়, বিশেষ অথিতী ছিলেন ইউপি সদস্য ও শিক্ষক শিক্ষিকা বৃন্দগণ। এছাড়াও উপস্থিত ছিলেন সিডিডি- এর সোনিয়া আক্তার, রিপা খানম, বেল্লাল হোসেন, শেখ আনোয়ারুল কবির, মোঃ শফিকুল ইসলাম ও এসএমকেকে, সিআইএস, বিডিআরসিএস- এর কর্মকর্তা বৃন্দগণ। উক্ত অনুষ্ঠানে সহযোগিতা করেন সাউথখালী ইউনিয়নের দুর্যোগ বিষয়ক ওর্য়াকিং গ্রুপের সদস্য গন সিডিডি ও সিবিএম, এসএমকেকে, সিআইএস, বিডিআরসিএস, ইউনাইটেড পারপাস ও ইউরোপিয়ান ইউনিয়ন ।
বার্তা/এন
নাজমুল ইসলাম, শরণখোলা বাগেরহাট 





































