বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবারও ভাইরাল শাহরুখ কন্যা সুহানা

স্টাফ রিপোর্টার ## ফের ভাইরাল শাহরুখ কন্যা। রাতের বেলায় লাস্যময়ী ছবিতে মুগ্ধ করেছেন নেটিজেনদের। রাতে রান্নাঘরের ছবি তুলে সঙ্গে সঙ্গে আপলোড দিয়েছেন। চিজ কুরিয়ে নিতে নিতেই বলেছিলেন, ‘সে চিজ!’ সকাল হওয়ার আগেই ছবিতে লাইকের সংখ্যা চার লাখ ছুঁই ছুঁই। সুহানার পরনে ছিল নুড রঙা ক্রপ টপ এবং হাই ওয়েস্ট বটমস। গলায় ঝকঝকে মুক্তোর সেট। হাতের ভঙ্গিতে বুঝিয়ে দিলেন হটনেসের নিরিখে তিনিই সেরা

 

আরও পড়ুন>>>ফের বাংলাদেশি চলচ্চিত্রে ঋতুপর্ণা?

 

এদিন রান্নার ছবির পাশাপাশি বন্ধুবান্ধবের সঙ্গে তোলা ছবিও আপলোড করেন তিনি। সবকটি ছবিতেই লাইকের বন্যা বইছে রীতিমতো। বর্তমানে ইনস্টাগ্রামে দেড় মিলিয়ন ফলোয়ার সুহানার। জনপ্রিয়তার দিক থেকে বি-টাউনের অন্য স্টারকিডদের তুলনায় অনেকটাই এগিয়ে। অবশ্য ফিল্ম দুনিয়ায় আসতে নারাজ তিনি। তার পছন্দ থিয়েটারের মঞ্চ। অবশ্য বহুবার পর্দায় তাকে দেখার আর্জি জানিয়েছেন ভক্তরা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

আবারও ভাইরাল শাহরুখ কন্যা সুহানা

প্রকাশের সময় : ০৪:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

স্টাফ রিপোর্টার ## ফের ভাইরাল শাহরুখ কন্যা। রাতের বেলায় লাস্যময়ী ছবিতে মুগ্ধ করেছেন নেটিজেনদের। রাতে রান্নাঘরের ছবি তুলে সঙ্গে সঙ্গে আপলোড দিয়েছেন। চিজ কুরিয়ে নিতে নিতেই বলেছিলেন, ‘সে চিজ!’ সকাল হওয়ার আগেই ছবিতে লাইকের সংখ্যা চার লাখ ছুঁই ছুঁই। সুহানার পরনে ছিল নুড রঙা ক্রপ টপ এবং হাই ওয়েস্ট বটমস। গলায় ঝকঝকে মুক্তোর সেট। হাতের ভঙ্গিতে বুঝিয়ে দিলেন হটনেসের নিরিখে তিনিই সেরা

 

আরও পড়ুন>>>ফের বাংলাদেশি চলচ্চিত্রে ঋতুপর্ণা?

 

এদিন রান্নার ছবির পাশাপাশি বন্ধুবান্ধবের সঙ্গে তোলা ছবিও আপলোড করেন তিনি। সবকটি ছবিতেই লাইকের বন্যা বইছে রীতিমতো। বর্তমানে ইনস্টাগ্রামে দেড় মিলিয়ন ফলোয়ার সুহানার। জনপ্রিয়তার দিক থেকে বি-টাউনের অন্য স্টারকিডদের তুলনায় অনেকটাই এগিয়ে। অবশ্য ফিল্ম দুনিয়ায় আসতে নারাজ তিনি। তার পছন্দ থিয়েটারের মঞ্চ। অবশ্য বহুবার পর্দায় তাকে দেখার আর্জি জানিয়েছেন ভক্তরা।