
যশোর ব্যুরো ## সরকারি হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ব্যবস্থা চালু, ইউনিয়ন পর্যায়ে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ কেন্দ্র এবং গ্রাম ও শহরের গরিব মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে যশোরে।
সোমবার (১২ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।
দুপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক হাসানুর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক ইকবাল কবীর জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
নিজস্ব সংবাদদাতা 






































