মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি তৃণমূলের এলাকা দখল নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

আলহাজ্ব মতিয়ার রহমান ।।  

লোকসভা নির্বাচনের পর থেকে এলাকা দখল নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের উত্তেজনা আর সংঘর্ষ চলছেই। এবার ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়া। রবিবার রাত থেকেই সেখানে গোলমাল চলছে। সোমবারও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গোলমাল শুরু হয়েছে সংলগ্ন ভাটপাড়া এলাকায়ও।

সেই অবরোধ উঠতেই ফের মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে কাঁকিনাড়ায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা রাস্তা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় ভাটপাড়ার বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জও করা হয়। বোমাবাজির জেরে এলাকা থমথমে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

এদিকে, দলত্যাগ করে যাওয়া দক্ষিণ দিনাজপুরের ৩ জেলা পরিষদ সদস্যকে ফিরিয়েছে তৃণমূল কংগ্রেস। ?গত সপ্তাহে এখানকার ১০ জেলা পরিষদ সদস্যকে দলে যোগদান করায় বিজেপি। ফলে ১৮ সদস্যের ঐ জেলা পরিষদ বিজেপির দখলে যায়। ৩ জনকে ফেরানোয় ঐ জেলা পরিষদটি ফের তৃণমূলের দখলে এলো। সূত্রে খবর, এই দলবদলকে কেন্দ্র করে সেখানেও গোলমালের আশঙ্কা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কেরানীগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩

বিজেপি তৃণমূলের এলাকা দখল নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গ

প্রকাশের সময় : ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯

আলহাজ্ব মতিয়ার রহমান ।।  

লোকসভা নির্বাচনের পর থেকে এলাকা দখল নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিজেপি এবং মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের উত্তেজনা আর সংঘর্ষ চলছেই। এবার ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়া। রবিবার রাত থেকেই সেখানে গোলমাল চলছে। সোমবারও বোমাবাজিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গোলমাল শুরু হয়েছে সংলগ্ন ভাটপাড়া এলাকায়ও।

সেই অবরোধ উঠতেই ফের মুড়িমুড়কির মতো বোমা পড়তে থাকে কাঁকিনাড়ায়। ধোঁয়ায় ঢেকে যায় গোটা রাস্তা। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে যায় ভাটপাড়ার বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জও করা হয়। বোমাবাজির জেরে এলাকা থমথমে, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

এদিকে, দলত্যাগ করে যাওয়া দক্ষিণ দিনাজপুরের ৩ জেলা পরিষদ সদস্যকে ফিরিয়েছে তৃণমূল কংগ্রেস। ?গত সপ্তাহে এখানকার ১০ জেলা পরিষদ সদস্যকে দলে যোগদান করায় বিজেপি। ফলে ১৮ সদস্যের ঐ জেলা পরিষদ বিজেপির দখলে যায়। ৩ জনকে ফেরানোয় ঐ জেলা পরিষদটি ফের তৃণমূলের দখলে এলো। সূত্রে খবর, এই দলবদলকে কেন্দ্র করে সেখানেও গোলমালের আশঙ্কা রয়েছে।