বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোহলিকে বিয়ে করার কারণ জানালেন অনুশকা!

নাজমা খাতুন ।।

২০১৭ সালে বিরাট কোলিকে বিয়ে করেছেন অনুশকা শর্মা। ইতালির তাসকানিতে সেই বিয়ে যেন ছিল রূপকথার বিয়ের মতো। আজও বলিউড ভুলতে পারেনি বিরাট-অনুশকার বিগ ওয়েডিং। দেখতে দেখতে দেড় বছর পার হল। তাদের প্রেম কিন্তু বেড়েই চলেছে।
অনুশকা যখন বিরাটকে বিয়ে করেন তার বয়স ২৯। বলিউডে তখন একের পর এক হিটও দিচ্ছেন অনুশকা। শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেও দারুণ সফল তিনি।
কেরিয়ারের পারদ যখন তুঙ্গে ঠিক তখনই কেন বিয়ে করে ফেললেন অনুশকা? এতদিন এই প্রশ্নের মুখোমুখি হলেও উত্তর দিতে চাননি অনুশকা। অবশেষে মুখ খুললেন অনুশকা শর্মা।
সম্প্রতি একটি বিনোদন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে অনুশকা জানিয়েছেন, ‘আমার তখন বয়স ২৯। আমি আর বিরাট তখন শুধু প্রেমে ছিলাম। অন্য কিছু ভাবার সময়ই ছিল না। তাই আর দেরি করলাম না! প্রেমের মানুষকে হাতছাড়া করতে নেই

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কেরানীগঞ্জে জামাতের নির্বাচনী প্রচারণায় হামলা, আহত ৩

কোহলিকে বিয়ে করার কারণ জানালেন অনুশকা!

প্রকাশের সময় : ০৪:৩৭:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯

নাজমা খাতুন ।।

২০১৭ সালে বিরাট কোলিকে বিয়ে করেছেন অনুশকা শর্মা। ইতালির তাসকানিতে সেই বিয়ে যেন ছিল রূপকথার বিয়ের মতো। আজও বলিউড ভুলতে পারেনি বিরাট-অনুশকার বিগ ওয়েডিং। দেখতে দেখতে দেড় বছর পার হল। তাদের প্রেম কিন্তু বেড়েই চলেছে।
অনুশকা যখন বিরাটকে বিয়ে করেন তার বয়স ২৯। বলিউডে তখন একের পর এক হিটও দিচ্ছেন অনুশকা। শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেও দারুণ সফল তিনি।
কেরিয়ারের পারদ যখন তুঙ্গে ঠিক তখনই কেন বিয়ে করে ফেললেন অনুশকা? এতদিন এই প্রশ্নের মুখোমুখি হলেও উত্তর দিতে চাননি অনুশকা। অবশেষে মুখ খুললেন অনুশকা শর্মা।
সম্প্রতি একটি বিনোদন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিতে গিয়ে অনুশকা জানিয়েছেন, ‘আমার তখন বয়স ২৯। আমি আর বিরাট তখন শুধু প্রেমে ছিলাম। অন্য কিছু ভাবার সময়ই ছিল না। তাই আর দেরি করলাম না! প্রেমের মানুষকে হাতছাড়া করতে নেই