সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেন জোর করে বলানো হচ্ছে জয় শ্রীরাম, প্রশ্ন অভিনেত্রী অপর্ণা সেন’র

মামুন বাবু ।। 

কেন জোর করে জয় শ্রীরাম? প্রশ্ন অপর্ণার। দেশজুড়ে বেড়ে চলা অসহিষ্ণুতার ঘটনায় সরব হলেন দেশের বিদ্বজ্জনেরাও। একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন দেশের বিদ্বজ্জনেরা। চিঠি পাঠানোর পর বুধবার সাংবাদিক সন্মেলনে পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন কেন জোর করে বলানো হচ্ছে জয় শ্রীরাম।

এদিন সাংবাদিক সন্মেলনে অপর্ণা সেন আরও বলেন, ‘কেন একজন ভিন্ন ধর্মের মানুষকে জোর করে জয় শ্রীরাম বলানো হবে? আমি একজন হিন্দু, আমাকে যদি কেউ জোর করে আল্লাহু আকবর বলতে বাধ্য করে, তাহলে আমার কেমন লাগত? দেশ জুড়ে কোথাও গোমাংস খাওয়ার অভিযোগ তোলা হচ্ছে, কোথাও জয় শ্রীরাম না বললে পেটানো হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। এগুলো কী ধরনের ঘটনা? জয় শ্রী রাম, আল্লাহু আকবর, জয় বাংলা, জয় মা কালী কিংবা জয় মহাদেব। সবকিছুই বলার অধিকার আছে মানুষের। তবে ভালোবেসে বলানো উচিৎ, কিন্তু জোর করে নয়’। উল্লেখ্য, অসহিষ্ণুতা ইস্যুতে অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুপম রায় থেকে শুরু করে মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগল সহ ৪৯ জন শিল্পী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

শার্শায় বিএনপির আলোচনা সভা

কেন জোর করে বলানো হচ্ছে জয় শ্রীরাম, প্রশ্ন অভিনেত্রী অপর্ণা সেন’র

প্রকাশের সময় : ০৮:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
মামুন বাবু ।। 

কেন জোর করে জয় শ্রীরাম? প্রশ্ন অপর্ণার। দেশজুড়ে বেড়ে চলা অসহিষ্ণুতার ঘটনায় সরব হলেন দেশের বিদ্বজ্জনেরাও। একাধিক ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন দেশের বিদ্বজ্জনেরা। চিঠি পাঠানোর পর বুধবার সাংবাদিক সন্মেলনে পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন, প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করেন কেন জোর করে বলানো হচ্ছে জয় শ্রীরাম।

এদিন সাংবাদিক সন্মেলনে অপর্ণা সেন আরও বলেন, ‘কেন একজন ভিন্ন ধর্মের মানুষকে জোর করে জয় শ্রীরাম বলানো হবে? আমি একজন হিন্দু, আমাকে যদি কেউ জোর করে আল্লাহু আকবর বলতে বাধ্য করে, তাহলে আমার কেমন লাগত? দেশ জুড়ে কোথাও গোমাংস খাওয়ার অভিযোগ তোলা হচ্ছে, কোথাও জয় শ্রীরাম না বললে পেটানো হচ্ছে, এমনকি হত্যা পর্যন্ত করা হচ্ছে। এগুলো কী ধরনের ঘটনা? জয় শ্রী রাম, আল্লাহু আকবর, জয় বাংলা, জয় মা কালী কিংবা জয় মহাদেব। সবকিছুই বলার অধিকার আছে মানুষের। তবে ভালোবেসে বলানো উচিৎ, কিন্তু জোর করে নয়’। উল্লেখ্য, অসহিষ্ণুতা ইস্যুতে অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনুপম রায় থেকে শুরু করে মণিরত্নম, কেতন মেহেতা, শ্যাম বেনেগাল, শুভা মুদগল সহ ৪৯ জন শিল্পী প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন।