
নাজমা খাতুন ।।
টিম বাহুবলীতে এখন বিয়ের মওসুম চলছে। সাহোর মুক্তির পরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়ক প্রভাস।
প্রভাসের অনস্ক্রিন প্রেমিকাও এবার তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাইছেন। কিছুদিন আগেই মুম্বাইতে বিলাসবহুল বাংলো কিনে খবরের শিরোণামে এসেছিলেন তামান্না ভাটিয়া।
ফাকা বাড়ি ভরিয়ে তুলতেই বিয়েটা সেরে ফেলতে চাইছেন তামান্না। পাত্র খোঁজাও শুরু করেছেন তার মা রজনী ভাটিয়া। পাত্র নির্বাচনের দায়িত্ব বাবা-মায়ের উপরই ছেড়ে দিয়েছেন তিনি।
এর আগে এক ডাক্তারের সঙ্গে তার প্রেম ছিল বলে শোনা গিয়েছে। যদিও অভিনেত্রী নিজে তা স্বীকার করেননি। তবে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তি তার না পছন্দ।
২০১৩ তে পাক ক্রিকেটার আব্দুর রজ্জাকের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার। তাদেরকে একসঙ্গে গয়নার দোকানেও দেখা গিয়েছিল। সেই সময়ে রাজ্জাকের সঙ্গে তার বিয়েও হয়েছিল বলে খবর বেড়িয়েছিল।
তবে তামান্না জানিয়েছেন, ওই গয়নার দোকানটি উদ্বোধন করতে তারা গিয়েছিলেন। সেখানেই তাদের আলাপ ও বন্ধুত্ব। এর বেশি আর কিছুই নয়। তবে এবার তামান্না বিয়ে-প্রেম নিয়ে বেশ সংযত। তাই তাড়াতাড়ি পুরো ব্যাপারটি মিটিয়ে ফেলতে চাইছেন।
নিজস্ব সংবাদদাতা 





















