মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের ঝিকরগাছায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

মনিরুল আলম মিশর ।।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপল‌ক্ষে যশোরের ঝিকরগাছা উপ‌জেলা মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরা‌লে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ‌ ঝিকরগাছা উপ‌জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,‌স্বেচ্ছা‌সেবকলীগ ,কৃষকলীগ ও ম‌হিলা আওয়ামীলীগ।

উপজেলা আওয়ামীলীগ  আ‌য়ো‌জিত আ‌লোচনা সভা , দোয়া মাহ‌ফিল ও দা‌রিদ্র‌ভোজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, য‌শোর ২ আসনের সংসদ সদস্য  বীরমু‌ক্তি‌যোদ্ধা মেজর জেনা‌রেল (অবঃ) অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন। আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ঝিকরগাছা উপ‌জেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর আলম মুকুল, পৌর মেয়র মোস্তফা আ‌নোয়ার পাশা জামালসহ সকল পর্যা‌য়ের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

আকাশে ইতিহাস রচনা করলো তুরস্ক

যশোরের ঝিকরগাছায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত

প্রকাশের সময় : ০৭:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯

মনিরুল আলম মিশর ।।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপল‌ক্ষে যশোরের ঝিকরগাছা উপ‌জেলা মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরা‌লে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ‌ ঝিকরগাছা উপ‌জেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,‌স্বেচ্ছা‌সেবকলীগ ,কৃষকলীগ ও ম‌হিলা আওয়ামীলীগ।

উপজেলা আওয়ামীলীগ  আ‌য়ো‌জিত আ‌লোচনা সভা , দোয়া মাহ‌ফিল ও দা‌রিদ্র‌ভোজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, য‌শোর ২ আসনের সংসদ সদস্য  বীরমু‌ক্তি‌যোদ্ধা মেজর জেনা‌রেল (অবঃ) অধ্যাপক ডাঃ না‌সির উ‌দ্দিন। আ‌রো উপ‌স্থিত ছি‌লেন ঝিকরগাছা উপ‌জেলা চেয়ারম্যান ম‌নিরুল ইসলাম, উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি জাহাঙ্গীর আলম মুকুল, পৌর মেয়র মোস্তফা আ‌নোয়ার পাশা জামালসহ সকল পর্যা‌য়ের নেতৃবৃন্দ।