
মিলন হোসেন ।।
বেনাপোলের অগ্রভূলোট সীমান্ত থেকে আজ শনিবার বিকেলে ১৯ পিস ইয়াবা ও ২০ বোতল বিদেশী মদ সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
২১ বিজিবির কমান্ডিং অফিসার কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমান মাদক দ্রব্য পাচার হয়ে ঢাকায় যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে লিটন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তারকাছ থেকে অর্ধলক্ষ টাকার মাদক দ্রব্য আটক করা হয়। আটক লিটন বেনাপোলের অগ্রভুলোট গ্রামের শহীদুল ইসলামের ছেলে। আটক লিটনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে থানায়।
নিজস্ব সংবাদদাতা 






































