
জহিরুল ইসলাম রিপন :–
বলিউডের অন্যতম আলোচিত লাভবার্ড রণবীর কাপুর ও আলিয়া ভাট। দুজনেরই মোটামুটি দীর্ঘ কেরিয়ার। তা সত্ত্বেও চলতি বছরে প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেধে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে অভিনয় করেছেন তারা। শোনা যায়, এ ছবির শুটিং সেট থেকেই মন দেয়া-নেয়া হয় রণবীর-আলিয়ার। বর্তমানে তারা চুটিয়ে প্রেম করছেন। শিগগির তারা বিয়ের পিঁড়িতে বসবেন বলেও বলিউডে জোর গুঞ্জন। তবে সম্প্রতি ইন্ডাস্ট্রি জুড়ে আরেক গুঞ্জন, আর কোনো ছবিতে নাকি একসঙ্গে অভিনয় করবেন না অভিনেতা ঋষি কাপুরের ছেলে রণবীর কাপুর এবং পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। কিন্তু এ সিদ্ধান্ত পাকাপাকি নয়। ঘটনা হচ্ছে, তাদের প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এর শুটিং অনেক আগে শেষ হলেও সেটি রয়েছে মুক্তির অপেক্ষায়। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এ ছবি ২০২০ সালের প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা।

কাজেই আলিয়া ও রণবীর ঠিক করেছেন, তাদের আবার একসঙ্গে অভিনয় করা নির্ভর করছে প্রথম ছবির মুক্তির ওপর। সেখানে যদি দর্শক তাদের জুটির রসায়ন মন ভরে উপভোগ করেন এবং প্রশংসা করেন, তবেই তারা নতুন ছবিতে সই করবেন। নইলে আর কোনো ছবিতে তারা জুটি বাধবেন না। দুই তারকার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইতোমধ্যে বেশ কয়েকটি ছবির অফার তারা পেয়েছেন। কিন্তু সবাইকে না করে দিয়েছেন।
রণবীর বর্তমানে ব্যস্ত আছেন তার আগামী ছবি ‘সমশেরা’-এর শুটিং নিয়ে। করণ মালহোত্রার চিত্রনাট্য এবং পরিচালনায় ছবিটি প্রযোজনা করছে আদিত্য চোপড়া। রণবীর ছাড়াও সেখানে আরও আছেন সঞ্জয় দত্ত ও বাণী কাপুর। ছবিটি ২০২০ সালের ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে, আলিয়া নিজেকে সঞ্জয় লীলা বানশালির ‘গাঙগুবাই’ এবং করণ জোহারের ‘তখত’-এর প্রস্তুত করছেন।
নিজস্ব সংবাদদাতা 






























