
মো: নজরুল ইসলাম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দু’দেশের মধ্যাকার চুক্তি ও সমঝোতা, বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাসহ দেশের চলমান পরিস্থিতিতে দলের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে দলটির স্থায়ী কমিটির নেতারা আজ বিকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক ডেকেছেন। গণভবনে আজ বিকাল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সেখানে ভারত সফরসহ চলমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য বিশ্লেষণ ও চলমান পরিস্থিতিতে করণীয় কী তা নিয়েও ওই বৈঠকে আলোচনা হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে, এ অবস্থায় সিনিয়র নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী প্রয়োজনী কার্যক্রম করছেন বলে দলের সূত্র জানায়। চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্রে জানা যায়, বৈঠকে স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে যুক্ত হবেন তারেক রহমান।
নিজস্ব সংবাদদাতা 







































