
সাজ্জাদুল ইসলাম সৌরভ :=
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমুদ্র সৈকতে প্লাস্টিকের বোতল কুড়িয়ে ভাইরাল হয়েছেন। নিজের টুইটারে এমন একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। শনিবার সকালে ভারতের তামিল নাড়ু রাজ্যের মমল্লপুরমের সমুদ্রসৈকতে পড়ে থাকা প্লাস্টিকের বোতলসহ নানা বর্জ্য কুড়ান তিনি।‘স্বচ্ছ ভারত’ অভিযানের অংশ হিসেবে সৈকত পরিষ্কার করেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতে সফররত চীনা প্রেসিডেন্ট শি চীন পিংয়ের সঙ্গে চেন্নাইয়ে তার দ্বিতীয় দফা বৈঠকের আগে এ কাজ করেন মোদি।
ভিডিওতে দেখা যায়, তিনি রিসোর্টে উঠেছেন, সেই তাজ ফিশারম্যানস কোভ রিসোর্ট অ্যান্ড স্পা’র কাছে যেসব প্লাস্টিকের বোতল ও আবর্জনা পড়ে রয়েছে, সেগুলো কুড়িয়ে নিচ্ছেন তিনি। সৈকত থেকে যা যা তিনি কুড়িয়ে পান, সবই একটি প্লাস্টিকের ব্যাগে ভরে তাকে তুলে দিতে দেখা যায় হোটেলকর্মীর হাতে।
নিজস্ব সংবাদদাতা 







































