সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের শার্শার দেশ সেরা  উদ্ভাবক মিজানের তৈরী যান প্রতিবন্ধীদের জণ্য

স্টাফ রিপোর্টার :=

যশোরের শার্শার দেশ সেরা  উদ্ভাবক মিজান প্রতিবন্ধীদের চলাচালের জণ্য তিনি এবার  তৈরি করেছেন সহজলভ্য স্বল্প খরচে চলাচলের  উপযোগী পরিবেশ বান্ধব বিশেষ এক মোটরযান। যে গাড়িতে চড়ে, অসহায় প্রতিবন্ধীরা দূর – দূরান্তে’র গন্তব্যে খুব অনায়াসে যাতায়াত করতে পারবে।

সরেজমিনে দেখা গেছে, অসাধারণ মডেলের এই গাড়িটি খুবই আরামদায়ক। খানাখন্দ অথবা উঁচুনিচু জায়গায় গাড়িটি চালাতে প্রতিবন্ধী চালকদের তেমন একটা সমস্যা হবে না।

উদ্ভাবক মিজানের তৈরীকৃত গাড়িটির বিষয়ে জানান, একবার ইলেক্ট্রনিক চার্জ দিলে গাড়িটি চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পরবর্তীতে নিজে থেকেই রিচার্জেবল ভাবে ব্যাটারীতে চার্জ হবে। এবং আর চার্জ না দিলেও তখন কোন জ্বালানী ছাড়াই গাড়িটি চলবে। সম্পূর্ণ পরিবেশবান্ধব এই গাড়িটি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে চলবে। এছাড়াও এই গাড়িটি সৌরশক্তি এর সৌরবিদ্যুৎ এ চালানো যাবে।

অচিরেই এ মোটর গাড়িতে সৌর প্যানেল সংযুক্ত করা হবে। এবং গাড়িটি সামনে চালানো সহ পেছানো যাবে। তাছাড়া  সংযুক্ত করা হয়েছে সামনে পিছনে এন্টিকেটর সিগনাল লাইট। আরো আছে সামনে হেডলাইট যা রাতের আধারে চালাতে সাহায্য করবে। এবং আছে লুকিং গ্লাস, প্রতিবন্ধীরা চাইলে তাদের সঙ্গী নিয়েও চালাতে পারবে। এই গাড়িটি তৈরী করতে তার খরচ হয়েছে আনুমানিক ৪৫ থেকে ৫০ হাজার টাকা মত।

এসময় তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী সহ তার কন্যা পুতুল ও পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রতিবন্ধীদের জন্য অনেক সেবা মূলক কর্মকান্ড করে চলেছেন। আন্তর্জাতিক মহলেও ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাদেরই অনুসারী হিসেবে আমার এ চিন্তাধারার মানবসেবার অঙ্গ হিসেবে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার চেস্টা করছি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

এই শীতে গাজরের উপকারিতা

যশোরের শার্শার দেশ সেরা  উদ্ভাবক মিজানের তৈরী যান প্রতিবন্ধীদের জণ্য

প্রকাশের সময় : ০৮:১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
স্টাফ রিপোর্টার :=

যশোরের শার্শার দেশ সেরা  উদ্ভাবক মিজান প্রতিবন্ধীদের চলাচালের জণ্য তিনি এবার  তৈরি করেছেন সহজলভ্য স্বল্প খরচে চলাচলের  উপযোগী পরিবেশ বান্ধব বিশেষ এক মোটরযান। যে গাড়িতে চড়ে, অসহায় প্রতিবন্ধীরা দূর – দূরান্তে’র গন্তব্যে খুব অনায়াসে যাতায়াত করতে পারবে।

সরেজমিনে দেখা গেছে, অসাধারণ মডেলের এই গাড়িটি খুবই আরামদায়ক। খানাখন্দ অথবা উঁচুনিচু জায়গায় গাড়িটি চালাতে প্রতিবন্ধী চালকদের তেমন একটা সমস্যা হবে না।

উদ্ভাবক মিজানের তৈরীকৃত গাড়িটির বিষয়ে জানান, একবার ইলেক্ট্রনিক চার্জ দিলে গাড়িটি চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে পরবর্তীতে নিজে থেকেই রিচার্জেবল ভাবে ব্যাটারীতে চার্জ হবে। এবং আর চার্জ না দিলেও তখন কোন জ্বালানী ছাড়াই গাড়িটি চলবে। সম্পূর্ণ পরিবেশবান্ধব এই গাড়িটি ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে চলবে। এছাড়াও এই গাড়িটি সৌরশক্তি এর সৌরবিদ্যুৎ এ চালানো যাবে।

অচিরেই এ মোটর গাড়িতে সৌর প্যানেল সংযুক্ত করা হবে। এবং গাড়িটি সামনে চালানো সহ পেছানো যাবে। তাছাড়া  সংযুক্ত করা হয়েছে সামনে পিছনে এন্টিকেটর সিগনাল লাইট। আরো আছে সামনে হেডলাইট যা রাতের আধারে চালাতে সাহায্য করবে। এবং আছে লুকিং গ্লাস, প্রতিবন্ধীরা চাইলে তাদের সঙ্গী নিয়েও চালাতে পারবে। এই গাড়িটি তৈরী করতে তার খরচ হয়েছে আনুমানিক ৪৫ থেকে ৫০ হাজার টাকা মত।

এসময় তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী সহ তার কন্যা পুতুল ও পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রতিবন্ধীদের জন্য অনেক সেবা মূলক কর্মকান্ড করে চলেছেন। আন্তর্জাতিক মহলেও ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাদেরই অনুসারী হিসেবে আমার এ চিন্তাধারার মানবসেবার অঙ্গ হিসেবে প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার চেস্টা করছি।