
অনি আতিকুর রহমান, ইবি :=
পাঠাভ্যাস তৈরী করতে বই বিতরণের উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সর্ববৃহৎ সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’। বুধবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির করিডোরে এ উপলক্ষে ‘তারুণ্য লাইব্রেরি’ থেকে শিক্ষার্থীদের বই বিরতণ করেন সংগঠনটির সেচ্ছাসেবকরা।
জানা যায়, তারুণ্য’র সভাপতি শেখ রাইয়ান উদ্দিনের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা এবং ট্রিপল-ই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন তারুণ্য’র সাবেক সভাপতি আরমান রেজা জয়, সাধারণ সম্পাদক সাদিয়া আফরীন খান, সুভাসিত সদস্য সালেহ ফুয়াদ, স্বপ্ন সাহিত্য পর্ষদের সভাপতি অনি আতিকুর রহমান প্রমুখ।
উদ্বোধন শেষে সংগঠনটির নিজস্ব শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবিতা আবৃত্তি, হামদ, আঞ্চলিক গান, বুক রিভিউ পরিবেশনা করেন শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারুণ্য’র সদস্য তামান্না সাদিয়া রিমি ও মোফাজ্জল পাটোয়ারী।
অনুষ্ঠানের বক্তৃতা পর্বে বক্তারা বলেন, ‘শরীর ঠিক রাখতে যেমন খাবার ও ব্যায়াম দরকার, তেমনি মনকে ঠিক রাখতে বই পড়া প্রয়োজন। ভালো বই আমাদের ব্যক্তিত্ব গঠন করে; মনকে ভালো রাখে। পৃথিবীর অধিকাংশ সফল ব্যক্তিরাই প্রচুর বই পড়ার মধ্যদিয়ে তাদের নিজেদের গঠন করেছেন। তাই আলোকিত মানুষ হতে অধিক বই পড়ার বিকল্প নেই।’
নিজস্ব সংবাদদাতা 







































