
নুরুল ইসলাম :=
সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী এখন টলিউডে বেশ জনপ্রিয়। বেশ কিছু হিট ছবিও দিয়েছেন। তবে অর্জুন কিন্তু অন্যান্য সেলিব্রিটিদের মতো সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন।এবারে এসেই যেন সোশাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিলেন তিনি।বউকে প্রকাশ্যেই চুমু খেলেন অর্জুন। একেবারে ঠোঁটে চুমু। আর সেই চুমুর ছবি পোস্ট করে লিখলেন ‘তুমি আমার নিশ্বাস-প্রশ্বাস, সব কিছুই তুমি ৷’ আর এই ছবি আপলোড হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অর্জুন।অনেকে অবশ্য সমালোচনাও করছেন। বাবা-মা ও বড় দাদার দিকে তাকিয়ে হলেও আরেকটু রক্ষণশীল হওয়া উচিত ছিলো অর্জুনের এমনটাও বলছেন অনেকে।
নিজস্ব সংবাদদাতা 













































