
সম্রাট আকবর :=
যশোরের শার্শা উপজেলার নাভারণ প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি (এন্ট্রি টেরিজম ইউনিট) মনিরুজ্জামান বেল্টু। সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাভারণ ক সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান, যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, শার্শা থানার অফিসার ইনচার্জ মু. আতাউর রহমান, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু প্রমুখ। সমাবেশ শেষে প্রধান অতিথি প্রতিবন্ধীদের মাঝে হুইল রিকশা, হুইল চেয়ারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি শার্শা, নাভারণ ও বেনাপোল এলাকার বিত্তবানদের প্রতি প্রতিবন্ধী স্কুলের পাশে এসে সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান।
নিজস্ব সংবাদদাতা 







































