
ইমরান হোসেন আশা :=
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নয়, এবারের বিপিএল আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব ব্যবস্থাপনায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে ঘোষণা করেছে সরকার। বিসিবি ‘মুজিববর্ষ’ উদ্যাপন উপলক্ষে এবারের আসরকে বঙ্গবন্ধুর নামে আয়োজন করতে যাচ্ছে।
বিশেষ এই বিপিএলের লোগো উন্মোচন করা হয়েছে শনিবার। রবিবার রাজধানীর একটি হোটেলে হবে প্লেয়ার্স ড্রাফট।
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক নয় বলে অংশ নেওয়া দলগুলোর নামেও বেশ পরিবর্তন আসছে। অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়েছিল গেল আসরেই।
বিসিবির ব্যবস্থাপনায় এবারের বিপিএলে থাকছে গেল আসরের মতো সাতটি দল। যার মধ্যে পাঁচ দলের জন্য পৃষ্ঠপোষক পেয়েছে বিসিবি। বাকি দুটি দলের (রংপুর ও কুমিল্লা) মালিকানা এখনো বিসিবির হাতে।
দেখে নেওয়ার যাক বিপিএলের সাত দলের নাম:
যমুনা ব্যাংক ঢাকা, প্লাটুনপ্রিমিয়ার ব্যাংক, খুলনা টাইগার্স, রাজশাহী রয়্যালস ,রংপুর ,রেঞ্জার্সসিলেট ,থান্ডার্সকুমিল্লা ওয়ারিয়রচট্টগ্রাম, চ্যালেঞ্জার্স
নিজস্ব সংবাদদাতা 







































