
ঝিনাইদহ ব্যুরো :=
ভারতের এনআরসি আতঙ্কে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে ভারতীয় বাঙালিরা। মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের জন্য ভারতের সীমানায় অপেক্ষা করছে শত শত নারী-পুরুষ। এদিকে গত এক সপ্তাহে বাংলাদেশ সীমান্ত থেকে ১৫৯ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা অধিকাংশই মুসলিম সম্প্রাদায়ের মানুষ। এ ব্যাপারে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কামরুল আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভারতে মাইগ্রেশন হয়ে যাওয়া লোকজনের বসবাসের অসুবিধার কারণে তারা আবার বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। গত এক সপ্তাহে শিশু সহ ১৫৯ জনকে আটক করা হয়েছে। এর আগের সপ্তাহে আরো ৪০জন আটক ছিল।’
স্থানীয় এলাকাবাসী জানায়, যা ধরা পড়েছে তার চেয়ে অনেক বেশী লোক বিভিন্ন ভাবে দেশের ভিতরে প্রবেশ করেছে। ভারত থেকে বাংলাদেশের এক নাগরিক সম্প্রতি দেশে ফিরে এসে বলেন, দালালরা শত শত নারী পুরুষ সীমান্তে জড়ো করে রেখেছে। বিজিবির কঠোর অবস্থানের কারনে তারা বাংলাদেশে ঢুকতে পারছে না। ৫৮ বিজিবির অধিনায়ক আরো জানান, তারা সীমান্তে কঠোর নজরদারি বজায় রেখেছে। মহেশপুর থানার এজাহার সূত্রে জানা গেছে, আটককৃতরা ভারতের আসাম ও ব্যাঙ্গালুরসহ বিভিন্ন এলাকায় বসবাস করছিল। সম্প্রতি ভারতের নাগরিকপঞ্জির(এনআরসি) কারণে সেখানে তাদের বসবাসে অসুবিধা সৃষ্টি হয়। এর ফলে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করছে।
আটককৃত ভারতীয় বাঙালিদের দাবি, ,তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, বরিশাল অঞ্চলে ছিল। বিগত এক-তিন দশক আগে ভারতে পাড়ি জমিয়ে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। সেখানে ভারতের একটি বিশেষ বাহিনী বিভিন্ন অযুহাতে তাদের আটক ও নির্যাতন করার কারণে তারা বাংলাদেশে চলে আসতে বাধ্য হচ্ছে।
নিজস্ব সংবাদদাতা 







































