সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়েই আমার প্রথম ক্রাশ: কাজল

ইমরান হোসেন আশা :=

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে নায়িকা কাজলের বোঝাপড়াও ছিল চমৎকার। তাদের অভিনীত প্রায় সব কটি ছবি সাড়া ফেলেছে বক্স অফিসে। ‘কুচ কুচ হোতা হ্যায়, ‘কাভি খুশি কাভি গাম’ এর মতো কালজয়ী ছবিগুলো এখন দর্শক হৃদয়ে স্থান দিয়ে রেখেছে তাদেরকে। পর্দায় কাজল-শাহরুখের রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও বাস্তবে কাজল ভালোবেসে বিয়ে করেন অজয় দেবগনকে।

ভক্তের এমন প্রশ্নে কিছুটা ভড়কে যান কাজল। উত্তরটা দেন কৌশলী। কাজল বলেন, তার কি উচিত ছিল না আমাকে প্রস্তাব দেয়ার? তবে এখানেই থেমে থাকেননি তার ভক্তরা। সম্পূরক প্রশ্ন করে বসেন। তার (কাজল) প্রথম ক্রাশ কে ছিল? এ প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘বিয়ে আমার প্রথম ক্রাশ।’

প্রসঙ্গত, কাজল শাহরুখকে ফাঁকি দিয়ে ভালোবেসে অজয় দেবগনকে বিয়ে করেন ১৯৯৯ সালে। কাজল-অজয় দম্পতির ঘর আলোকিত করে এসেছে দুই সন্তান।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

এসএসসি ও সমমান পরীক্ষা কবে শুরু?

বিয়েই আমার প্রথম ক্রাশ: কাজল

প্রকাশের সময় : ০৬:১৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
ইমরান হোসেন আশা :=

বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে নায়িকা কাজলের বোঝাপড়াও ছিল চমৎকার। তাদের অভিনীত প্রায় সব কটি ছবি সাড়া ফেলেছে বক্স অফিসে। ‘কুচ কুচ হোতা হ্যায়, ‘কাভি খুশি কাভি গাম’ এর মতো কালজয়ী ছবিগুলো এখন দর্শক হৃদয়ে স্থান দিয়ে রেখেছে তাদেরকে। পর্দায় কাজল-শাহরুখের রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও বাস্তবে কাজল ভালোবেসে বিয়ে করেন অজয় দেবগনকে।

ভক্তের এমন প্রশ্নে কিছুটা ভড়কে যান কাজল। উত্তরটা দেন কৌশলী। কাজল বলেন, তার কি উচিত ছিল না আমাকে প্রস্তাব দেয়ার? তবে এখানেই থেমে থাকেননি তার ভক্তরা। সম্পূরক প্রশ্ন করে বসেন। তার (কাজল) প্রথম ক্রাশ কে ছিল? এ প্রশ্নের উত্তরে কাজল বলেন, ‘বিয়ে আমার প্রথম ক্রাশ।’

প্রসঙ্গত, কাজল শাহরুখকে ফাঁকি দিয়ে ভালোবেসে অজয় দেবগনকে বিয়ে করেন ১৯৯৯ সালে। কাজল-অজয় দম্পতির ঘর আলোকিত করে এসেছে দুই সন্তান।