উলাশী গীর্জা কমিটির সভাপতি সলেমন দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরো বলেন, মানুষকে শান্তির আবাস ভূমিতে রাখার লক্ষ্যে যুগে যুগে অনেক মহামানব পৃথিবীতে এসেছেন। যাঁদের মধ্যে যীশুখ্রিস্ট এসেছিলেন। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখনকার মানুষ ছিলো অজ্ঞতায় ভরা। তাদের মধ্যে ছিলোনা নীতি-নৈতিকতা। ছিলো কেবল হিংসা আর কু-সংস্কার। সেসময়ে তিনি পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানান। সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের পথ দেখান। তাই, বড়দিন উৎসব কেলব খ্রিষ্টান সম্প্রদায়ের নয়। মানবতার চেতনায় উজ্জীবিত সকল মানুষের উৎসব।
এসময় তিনি সকলের মঙ্গল কামনা করে বলেন, দেশে বিদ্যমান সম্প্রীতির এই সুমহান ঐতিহ্যকে আরো সুদৃঢ় করতে হবে। সৌহার্দ্য-সম্প্রীতির সরকারের পক্ষে থেকে দেশকে এগিয়ে নিতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ইতালী থেকে আগত ধর্ম যাজক ফাদার মির্মো, পালক বিদ্যুৎ সাহা, উলাশী গীর্জা কমিটির সাধারণ সম্পাদক মোহন সরকার, মহিলা বিষয়ক সম্পাদক ভেরুনিকা মন্ডল, সন্ধ্যা দাস, কেয়া দাস মার্কো দাস প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 








































