
চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মায়ের সাথে হাসপাতালে এসে ডাক্তারের প্রাইভেট কারের ধাক্কায় মোঃ সিয়াম নামের তিন বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ১১টায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেস এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আজ ১১টায় সকালে তার মায়ের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে আসে সিয়াম। এসময় ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রিয়াঙ্কাকে কার থেকে নেমে দিয়ে প্রাইভেট কারটি চলে যাওয়ার সময় মায়ের সাথে থাকা সিয়াম দৌড় দিলে কারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ডাক্তার প্রিয়াঙ্কা সম্প্রতি সীতাকুণ্ড মেডিকেলে যোগদান করেছেন বলে জানা যায়।
নিহত শিশু সিয়াম বাড়ি মেডিকেলের পার্শ্ববর্তী মৌলভীপাড়া ৫নং ওয়ার্ড পৌরসভা এলাকার বাসিন্দা মোঃ কামরুল ইসলামের পুত্র। সে মেডিকেল পার্শ্ববর্তী মৌলভীপাড়া ৫নং ওয়ার্ড পৌরসভা এলাকার বাসিন্দা। সে উক্ত হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক।
নিজস্ব সংবাদদাতা 












































