
ঢাকা ব্যুরো :=
সংগঠনকে তৃণমূল পর্যায়ে গতিশীল করতে জেলা-উপজেলাসহ তৃণমূল পর্যায়ে সম্মেলন করার উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব সম্মেলন দ্রুত সম্পন্ন করতে আমরা ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু হয়েছে।’শাসকদলটির নেতৃবৃন্দের আশা এই সম্মেলন করার মাধ্যমেই তৃণমূল স্তরে নতুন নেতৃত্ব এলে সংগঠন মানুষের হৃদয়ে মিশে যাবে আর দলও আরো গতিশীল হবে।
এ লক্ষ্যে আগামী ৬ মার্চের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলা-উপজেলাসহ তৃণমূলের সব শাখার সম্মেলন করার টার্গেট নিয়ে কাজ শুরু করেছে আওয়ামী লীগ। গেল বছর ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় সম্মেলনের আগে কমিটির মেয়াদোত্তীর্ণ সব জেলা, উপজেলাসহ তৃণমূল স্তরে সম্মেলন করা যায়নি।
অবশ্য জেলা ও উপজেলার সম্মেলন বাকি রেখেই দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ৩ জানুয়ারি দলের নতুন কার্যনির্বাহী সংসদ ও উপদষ্টো পরিষদের যৌথ সভায় দ্রুত তৃণমূল পর্যায়ের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে কাজও শুরু করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।
নিজস্ব সংবাদদাতা 







































