
যশোর ব্যুরো :=
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শুধু শহুরে নারীরা না, গ্রামীণ ও পিছিয়েপড়া নারীদেরও অর্ন্তভুক্ত করতে হবে। স্বাবলম্বীকরণের মধ্য দিয়ে তাদেরও আনতে হবে মূল স্রোতে। সরকারের সম্ভাবনাময় প্রকল্প তথ্যআপা সে দ্বার উন্মুক্ত করে দিয়েছে। এভাবে প্রত্যন্ত অঞ্চল তথা গ্রামীণ নারীদের সচেতনতার মধ্য দিয়ে নতুন দিগন্ত উন্মোচিত হবে। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা যশোর ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার নিউটাউন বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউটে অনুষ্ঠিত জেলা তথ্যআপা’ প্রকল্পের বিশেষ উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। ‘নারী পুরুষ সমতায় তথ্যআপা পথ দেখায়’ এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত বিশেষ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা যশোরের চেয়ারম্যান লাইজুজামান, কর্নেল জামিল পরিষদের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, এসিল্যান্ড জাকির হোসেন, নিউটাউন বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম ও জেলা তথ্যআপা প্রকল্পের কর্মকর্তা মির্জা তানিয়া
নিজস্ব সংবাদদাতা 





































