
আজ ২৯ ফেব্রুয়ারি, শনিবার,২০২০ সকাল ১০ টা থেকে রাংগুনিয়ার ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান মরিয়ম নগর বহুমূখি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠান ২০২০ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যমন্ত্রী ও স্থানীয় সাংসদ জনাব ড. হাসান মাহমুদ।
সুবর্ণজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠানের সভাপতি জনাব শওকত হোসেন সেতুর সভাপতিত্বে এবং জনাব মোহাম্মদ শাহ্ শাওন ও জনাব মোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, চুয়েট এর ভিসি জনাব মো: রফিকুল আলম। বিশেষ অতিথির মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাসুদুর রহমান, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব ইফতেখার হোসেন বাবুল, জনাব অধ্যপক আবুল কালাম আযাদ, জনাব ডা. ইমাম উদ্দীন, রাংগুনিয়া সরকারি কলেজের অধ্যক্ষ জনাব আবু ইউসুফ, জনাব মো: ইউসুফ সও., জনাব ইঞ্জিনিয়ার আবুল কাশেম, লায়ন জনাব মো: আলমগীর, জনাব আবু ইসমাইল,সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মো: আলী শাহ্, উদযাপন কমিটির সদস্য সচিব গোলাম মোস্তাফা হোসেন সিরাজী, মরিয়ম নগরের ইউপি চেয়ারম্যন জনাব মুজিবুল হক হীরু, কাপ্তাই ইউপি চেয়ারম্যান জনাব আবদুল লতীফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান জনাব ইদ্রিচ আজগর। অনুষ্ঠানে র্যলী, আলোচনা সভা,স্মৃতিচারণমূলক ও সাংষ্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের জন্য সকালের নাস্তা, মধ্যাহ্ন ভোজ ও বিকেলের নাস্তার ব্যবস্থা ছিল।
নিজস্ব সংবাদদাতা 







































