
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ=
বরগুনার তালতলীতে সুবিধাবঞ্চিত ৩৫ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার(১১ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কক্ষে বসে শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তির টাকা বিতারণ করা হয়।
উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে শিক্ষাবৃত্তির আওতায় সুবিধাবঞ্চিত গরীব ও মেধাবী ৩৫ শিক্ষার্থীর মধ্যে ৪ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতারণ করেন উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.সেলিম মিঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামরুল আহসানসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব সংবাদদাতা 







































