
রোকনুজ্জামান রিপন :=
যশোরে নানা আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া, আলোচনা, কেক কাটা ও বৃক্ষ রোপন করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।
এছাড়া সরকারি এম এম কলেজ, যশোর পৌরসভা, প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, দৈনিক স্পন্দন, অনলাইন নিউজপোর্টাল স্বাধীন আলো, জেলা শ্রমিকলীগ, জেলা যুবলীগ, মহিলা লীগ, যুবমহিলা লীগসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর পর জেলা পরিষদের আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা পরিষদ সদস্য শাহ মুরাদ আহমেদ।
জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবারে কেক কাটেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন প্রমুখ। যশোর শিক্ষাবোর্ডে আলোচনা সভায় চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনবৃত্তান্ত তুলে ধরেন সচিব প্রফেসর এ এম এইচ আলী আর রেজা ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।
তারপর কেক কাটা হয়। সরকারি এম এম কলেজে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কওসার। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন ও আয়োজনের আহবায়ক প্রফেসর শামীম আরা লুনা। সরকারি সিটি কলেজে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব মোহাম্মদ হাসান।
এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর জোবাইদা গুলশান আরা, শিক্ষক পরিষদের সম্পাদক জাকির হোসেন ও আব্দুল হালিম। সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবিব। আয়োজক কমিটির আহবায়ক ড. একেএম আব্দুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবির ও প্রফেসর হোসনেয়ারা খাতুন।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। ডাঃ আব্দুর রাজ্জাক কলেজে আলোচনা ও কেক কাটায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম ও সহকারি অধ্যাপক ফিরোজ আহমেদ।
শিক্ষাবোর্ড মডেল স্কুল অন্ড কলেজে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। অধ্যক্ষ লে.ক. গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ কল্যাণ সরকার। এমএসটিপি স্কুল অন্ড কলেজে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য মিজানুর রহমান।
নিজস্ব সংবাদদাতা 





































