প্রকাশের সময় :
১০:২৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
৪৭৫
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি হাওরের ধানখেত থেকে নিখোঁজের ৫দিন পর এক গৃহবধূর অর্ধগলিত লাশ ঊদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ললিতা বেগম (২৮)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী।
সোমবার সকাল ৮টায় স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ঊদ্ধার করে।
জানাযায়,গত ১৯র্মাচ রাত ১১টায় ঐ গৃহবধূ পাশের বাড়িতে টেলিভিশন দেখে নিজ ঘওে যাওয়া পর থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করে না পাওয়ায় এঘটনায় নিহতের ভাই মোঃ সামছুল আলম বাদি হয়ে নিখোঁজের একদিন পর গত ২০মার্চ সবুজ মিয়াসহ ৫জনকে অভিযুক্ত করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
স্থানীয় সুত্রে আরো জানাযায়,এই গৃহবধূর সাথে একই গ্রামের সবুজ মিয়া(২২)নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়া দিন।