
আলহাজ্ব হাফিজুর রহমান :==
যশোর র্যাবের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ছকির শিকদার(৪৮) নামে এক জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে৷
বৃৃৃহস্পতিবার রাতে শহরের শংকরপুর চোপদার পাড়া থেকে ৫শ গ্রাম গাজা ও ৫১পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়৷ র্যাব-৬, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এবং স্কোয়াড কমান্ডার এএসপি সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি দল যশোর শহরের শংকরপুর চোকদার পাড়া (পানির ট্যাংক) আনসার ক্যাম্প শংকরপুর পাকা রাস্তার পাশ থেকে আটক করা হয়।
আটক আসামী বেজপাড়া আনছার ক্যাম্প এলাকার আফছার আলীর ছেলে ছাকির হাসান শিকদার (৪৮)। তার বসত বাড়ির দক্ষিণ দুয়ারী দোচালা টিনের ঘরের মধ্যে থেকে ৫শ গ্রাম গাজা ৫১পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে এবং আটক আসামী ও জব্দকৃত আলামত যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
নিজস্ব সংবাদদাতা 





































