
মাহবুবুল আলম টুটুল ।।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, দেশের বর্তমান বাস্তবতায় সাধারণ রোগীদের টেলিমেডিসিন গ্রহণ করতে হবে। কারণ, কোভিড-১৯ এর সংক্রমণ থেকে বাঁচতে এবং জনসমগম এড়াতে টেলিমেডিসিনের বিকল্প নেই। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রাস্তায় গণপরিবহণ নেই, অনেক ক্ষেত্রেই চিকিৎসা সেবা অপ্রতুল। তাই জাতীয় পার্টি দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলি মেডিকেল টিম গঠন করেছে।
জাতীয় পার্টি গঠিত টেলি মেডিকেল টিমের কাছে সরাসরি ফোন করে স্বাস্থ্যসেবা নেয়ার আহবান জানান তিনি।
জাতীয় পার্টির টেলি মেডিকেল টিমে আরও নতুন কিছু সদস্য অন্তর্ভুক্ত করে আজ দেশের সাধারণ মানুষের প্রতি এ আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
নিজস্ব সংবাদদাতা 






































