
কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলা পৌর সদরে বাবা ও মেয়ের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
মঙ্গলবার(২৮ এপ্রিল) তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা উভয়ই স্থানীয় বলে জানা গেছে। জেলায় দিত্বীয় বার করোনা রোগী শনাক্ত হলো।
জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, তারা সদর উপজেলার পৌর ৭ নং ওয়র্ডের বিএভিএস রোডের বাসিন্দা। সর্ম্পকে তারা বাবা ও মেয়ে। এদের এক জনের বয়স ৫৮ বছর ও অপর জনের ১৮ বছর। এ ঘটনায় ঐ এলাকার ৪৫ বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।
সিভিল সার্জন জানান, আক্রান্ত ২ জনের সর্দি কাশি রয়েছে। তবে শ্বাস কষ্ট নেই। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীার জন্য বরিশাল পাঠানো হয়। মঙ্গলবার তাদের রির্পোট পজেটিভ এসেছে।
এদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, নতুন দু’জন করোনায় আক্রান্তের ঘটনায় প্রশাসনের প থেকে বিএবিএস রোড ঐ বাড়িসহ আস পাশের ৪৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। ঐ এলাকার কেউ যেন আসা যাওয়া করতে না পারে সে জন্য প্রশাসনের প থেকে সার্বনিক নজরদারি রাখার কথাও জানান তিনি।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার ভোলা নতুন করে আরো ১২ জনে নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট এসেছে ২৩১ জনের। যার মধ্যে ২২৭ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।
তবে এমন খবরে আতঙ্কিত হয়ে পরেছে ঐ এলাকার বাসিন্দারা। তবে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন,আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। তবে তারা কি ভাবে আক্রান্ত হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
উল্লেখ্যঃ জেলায় আরো ২ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের এক শিশু কণ্যা ও মনপুরা উপজেলার ২২ বছরের এক যুবক।
নিজস্ব সংবাদদাতা 







































