
কামরুজ্জামান শাহীন,ভোলা\
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. রাফসান (২৬) নামের এক যুবককে ৭৫ পিচ ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
রবিবার রাত ১১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজার ৭নং ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো.রাফসান উপজেলার কাচিয়া ইউনিয়নের চকডোষ এলাকার মো. মোশারফ হোসেনের ছেলে।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শহিদুল ইসলাম জানান, রবিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক(এসআই) (নিঃ) কাজী আল-আমীন ও সংগীয় ফোর্স নিয়ে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজার ৭ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো.রাফসান নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাসী করে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সোমবার বেলা ২ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 






































