
নজরুল ইসলাম:/=
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় এরইমধ্যে বিভিন্ন অঙ্গনের তারকারা অর্থসহ নানা সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন। এবার করোনায় সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এলেন হলিউডের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। তবে কিছুটা ভিন্নভাবে।
জেনিফার অ্যানিস্টনের একটি নগ্ন ছবি তোলা হচ্ছে নিলামে। সেই ছবি বিক্রি থেকে যেই টাকা আসবে, তা ব্যয় করা হবে করোনা টেস্টের জন্য। একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজটি করছেন তিনি।
জেনিফার জানান, নিলামে দেওয়া নগ্ন ছবিটি এখনকার নয়। প্রায় ২৫ বছর আগের। ১৯৯৫ সালে ফোটোগ্রাফার মার্ক সেলিগার তার নগ্ন সৌন্দর্য লেন্সবন্দি করে রেখেছিলেন। সেই ছবিটিই তোলা হচ্ছে নিলামে।
জানা গেছে, শুধু জেনিফার অ্যানিস্টনই নন, এই নিলামে থাকছে লিওনার্দো ডিক্যাপ্রিও ও বিলি আইলিশের মতো তারকাদের ছবিও।
নিজস্ব সংবাদদাতা 










































