
পিরোজপুর প্রতিনিধি:/=
পুলিশের সততা, কুড়িয়ে পাওয়া আড়াই লাখ টাকা ফিরিয়ে দিলেন পিরোজপুর নেছারাবাদ স্বরূপকাঠি থানার এএসআই হুমায়ুন কবির।বৃহস্পতিবার সকালে পূর্ব জলাবাড়ীর জনৈক সুজন সিকদারের ২ লাখ ৫০ হাজার টাকা হারিয়ে যায়।
স্বরূপকাঠী থানার সংলগ্ন ব্রিজের গোড়ায় এএসআই হুমায়ুন কবির টাকা পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনের কাছে জানতে চান কারো কোনো জিনিসপত্র হারিয়েছে কিনা? তখন কেউ সাড়া দেয়নি।
ঘণ্টাখানেক পর সুজন সিকদার প্রমাণ দিলে ওই টাকা তাকে ফিরিয়ে দেন এএসআই। হারানো টাকা খুঁজে পেয়ে তার সুস্থতা কামনা করেন তিনি।
নিজস্ব সংবাদদাতা 






































