
মাহবুবুল আলম টুটুল:/=
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে গত ২৪ ঘণ্টার পরীক্ষায় আরো ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। ল্যাবে মোট ১২১ জনের নমুনা পরীক্ষা করে আজ সোমবার সকালে রিপোর্ট প্রকাশ করা হয়।
পরীক্ষণ দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, যবিপ্রবির ল্যাবে মোট ১২১ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা পজিটিভ এবং ১০৪ জনের নেগেটিভ ফলাফল এসেছে। যশোরের ৮০ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের, ঝিনাইদহের ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের এবং মাগুরার ১৫ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। এনিয়ে যশোরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১৪৩-এ।
নিজস্ব সংবাদদাতা 







































