
সুনামগঞ্জ প্রতিনিধি:/=
সুনামগঞ্জে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগী সংখ্যা। এদিকে স্বাস্থ্য মন্ত্রলানয়ের রেড জোনে রয়েছে সুনামগঞ্জ জেলা।
বুধবার একদিনে আরও ৪৬জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬ জনে দাড়িয়েছে।
সিভিল সার্জন আরও জানান,ক রোনা সনাক্তদের মধ্যে রয়েছেন,জগন্নাথপুর ৩ লজন, সুনামগঞ্জ সদরে ২জন, দিরাই উপজেলায় ১জন,ছাতকে ১৯জন, দোয়ারাবাজারে ৯জন,জামালগঞ্জে ৬জন, দক্ষিণ সুনামগঞ্জে ৬জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৯৬ জনে । বুধবার (১০ জুন) রাত পৌণে ১১টায় সুনামগঞ্জের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়,সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে থেকে বুধবার রাতে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৬ টি পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৯৬ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন। মৃত্যুবরণকারি ৩ জনই ছাতক উপজেলার বাসিন্দা।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন,করোনা আক্রান্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিজ নিজ দপ্তরের তত্ত্বাবধানে ও অন্যান্যরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।আইসোলেশনে থাকা সকল করোনা রোগী মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন বলেও জানান সিভিল সার্জন।
এদিকে,শনিবার(৬জুন)ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছড়ারপাড়(গণেশপুর) নিজ বাড়িতে মারা যান হিরা মিয়া। বৃহস্পতিবার(৪ জুন)রাতে সিলেট নর্থ-ইস্ট মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার বাগবাড়ি এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া। এর আগে ১ জুন দুপুরে সিলেট শামস উদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একই উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের রাউলী গ্রামের বাসিন্দা আব্দুল হক।
প্রসঙ্গত,গত ১২এপ্রিল জেলার দোয়ারাবাজার উপজেলায় প্রথম করোনা আক্রান্ত হন এক সৌদি প্রবাসীর স্ত্রী। তবে, তিনিই প্রথম সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন।
নিজস্ব সংবাদদাতা 







































